
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে শাহীন স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনালে দাবানল এসএসসি ২০২৩ রুদ্রের দেওয়া একমাত্র গোলে অপ্রীতম এসএসসি ২০২২ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৪ মে) টাঙ্গাইল স্টেডিয়ামে শাহীন স্কুল আয়োজিত দুই দিনব্যাপী শাহীন স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শাহীন স্কুলের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম, সাবেক ফুটবল শামছুল হক শামছু, শাহীন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার পরিচালক মোশারফ হোসেন মনি, সেলিম রেজা ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস হ্যাপী। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আব্দুল জলিল।
প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনালে খেলার শেষ মুহুর্তে দাবালন ক্লাবের রুদ্র পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। টুর্নামেন্টে শাহীন স্কুলের সাবেক এসএসসি ব্যাচের ১০টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দলগুলো হলো- দাবানল ২০২৩, অপ্রীতম ২০২২, দূর্গম ২০১৭, বিপর্যয় ২০১৮, অসমাপ্ত ২০১৬, বিষাক্ত ২০২০, অকুতোভয় ২০২৪, দূরদর্শ ২০২৫, অগ্নিবীজ ২০২৬ ও উদ্দাম ২০২৭।
খেলায় রেফারী ছিলেন- সুলতান মাহমুদ, সহকারী মমিনুল ইসলাম ও মমিনুর রহমান।