
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার ৩নং যদুনাথপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বরমপুর গণ উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন প্রমুখ।