
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ১২ হাজার ২৪০ লিটার তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় সেলিম মিয়া নামে (৩৭) আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম গাজীপুর জেলার শ্রীপুর জেলার বারাইদের চালা গ্রামের শামছুদ্দিনের ছেলে। এ ঘটনায় এরআগে গ্রেপ্তার হওয়া ৪ আসামী আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেলিমের জড়িত থাকার কথা জানায়। এ ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হলো বলে পুলিশ জানায়।
শনিবার (২৪ মে) টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন।
গত বছরের (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার মদনপুর থেকে ১২ হাজার ২৪০ লিটার তেলভর্তি ট্রাক ডিবি পুলিশ পরিচয়ে ৭/৮ জন ডাকাত ডাকাতি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কুর্ণীতে নিয়ে আসে। সেখানে পুলিশের চেকপোষ্ট দেখে ডাকাতরা তেলভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় মির্জাপুর থানায় গত (২ ডিসেম্বর) একটি মামলা করা হয়। মামলা নং-২।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সেলিম মিয়াকে গ্রেফতারের পর শনিবার (২৪ মে) আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।