
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, বাংলাদেশ টিকে আছে কোরআন এর পাখিদের দোয়ার বরকতের জন্য। এই দেশে বিভিন্ন সময় যে গজব আসছে, তাতে এই দেশ টিকার কথা না। যারা কোনআন শরীফ পড়েন তাদের দোয়ার বরকতের জন্য এই দেশ টিকে আছে। একজন কোরআন এর হাফেজ জীবিত থাকে তাহলে কোরআন শরীফ পৃথিবী থেকে ধ্বংস করা সম্ভব না। এটি এমন একটি আসমানি কিতাব যা মুখস্ত করে একজন শিক্ষার্থী হাফেজ হন। পৃথিবীর কোন বই মুখস্ত করা যায় না। কিন্তু আল্লাহর রহমতে ৩০ পাড়ার কোরআন মুখস্ত করা সম্ভব।
শনিবার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সদরের পুষ্টকামুরী রওজাতুল মদিনা মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই দেশে সব শিক্ষার সনদ হয়। কিন্তু কোরআন মুখস্ত করা হাফেজদের সনদ হয় না। তাদের শুধু পাগড়ী পড়ানো হয়। শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশে কোরআন এর হাফেজদের ফ্যাসিবাদ সরকার নির্মমভাবে মেরে ট্রাকে করে সরিয়েছে। রাতভর পানি দিয়ে তাদের রক্ত পরিস্কার করা হয়েছে। এই স্বাধীন দেশে আর যেন স্বৈরাচারের হাতে গুলি খেয়ে আমাদের মরতে না হয় সে জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরব দেশে নিম গাছ লাগিয়েছেন। তিনি ইরাক ইরানের যুদ্ধ থামিয়েছিলেন। ইয়াছির আরাফাতের একজন পছন্দের মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
মাদরাসার মোহতামিম মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, হিলড়া আদাবাড়ী মদিনাতুল উলুম মাদরাসার মোহতামিম হযরত মাওলানা ইব্রাহিম, তালিমুদ্দিন ওয়ায়েজিনে পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ভূঞাপুরী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে মাদরাসার ছাত্র হাফেজ রিফাত মোল্লা, হাফেজ মারুফ হাসান ও হাফেজ তামিম ইকবালের মাথায় পাগড়ী পড়িয়ে দেন অতিথিবৃন্দ।