দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা, বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে ভূমি মেলা উদযাপিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ৫টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম।
উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, ছাত্র প্রতিনিধি শের শাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।