
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম বলেছেন, পৃথিবীর যে কোন স্থান থেকে সপ্তাহে ৭ দিন দিনরাত ২৪ ঘণ্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকরা ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ব্যবস্থা গ্রহণের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিসের সামনে ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটো প্রকল্পের সার্বিক সহযোগিতায় ভূমি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপি এই ভূমি মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ ও প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে মেলায় গিয়ে শেষ হয়। র্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সেবা গ্রহীতারা মেলায় নির্ধারিত স্টলে গিয়ে ই-নামজারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপিসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন।
প্রধান অতিথির ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে।