
কালিহাতী প্রতিনিধি ॥
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা যাতে সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারে।
তিনি আরও বলেন, নামজারি ও জমা খারিজ কেন করবেন কারণ দলিল দ্বারা মালিকানা অর্জিত হয় আর নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার সরকারি স্বীকৃতি লাভ করা যায়। কাজেই জমি রেজিস্ট্রি হওয়ার পরপরই নামজারি করতে হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেকসহ গণমাধ্যমকর্মী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।