
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষি বিষয়ক কর্মশালা “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিসহ ১০০ প্রশিক্ষনার্থী অংশ নেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ আশেক পারভেজ। অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া খাতুনের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা আমির (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।