
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় নিবার্হী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান ফারুক, সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু।
নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত স্মরণ সভায় বক্তারা এ্যাড. গৌতম চক্রবর্তীর রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরেন বক্তারা।
উল্লেখ্য, বিগত ২০২২ সালের (২৭ মে) এ্যাড. গৌতম চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।