ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও সমস্যা সমাধানের লক্ষ্য হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু আবদুল্লাহ খান। এ সময় হাসপাতালে ভর্তিরত রোগীদের খোঁজ নিতে ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি। রোববার (২৫ মে) বিকালে হাসপাতালে পরিদর্শনে যান তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছোবহানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও আবু আবদুল্লাহ খান হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন, নেন সার্বিক চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ। সংশ্লিষ্টদের রোগীর সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
হাসপাতালে ভর্তি রোগী ইদ্রিস হোসেন জানান, পেটে ব্যাথা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগের তুলনায় অনেকটা চিকিৎসার মান উন্নত হয়েছে। ঔষধপত্র ঠিক মতো পাচ্ছেন। তবে, কিছু সমস্যা রয়েছেও বলে জানান সে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু আবদুল্লাহ খান পরিদর্শনকালে বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে সৌজন্যমূলক কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শোনা হয়। এছাড়াও হাসপাতালের সমস্যা সমাধান করে সেবারমান আরও বাড়ানোর আশ্বাস দেন।