
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপি নেতা বাদশা মিয়ার বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদাম পড়া গ্রামে বাদশা মিয়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বাদশার পরিবার পরিজন।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন, বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার। সংবাদ সম্মেলনে বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার ও স্বজনরা বলেন, আমার শশুর বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার চিহ্নিত আওয়ামী লীগ সরকারের সময় এসব লোকজন বিভিন্ন মামলা দিয়ে বাদশা মিয়াকে হয়রানি করেছে। এখনো তার সোচ্চার।
নিরাপত্তাহীনতায় তাদের দিন কাটছে বলেও জানান, বাদশা মিয়ার পরিবারের সদস্যরা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তিসহ নিরাপত্তার দাবি জানান প্রশাসনের কাছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আকলিমা আক্তার, শিল্পী বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।