
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টার দিকে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল ইসলাম, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল অপূর্ব কুমার সাহা, কুমুদিনী হাসপাতালে সহকারি পরিচালক (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ কুমুদিনী লাইব্রেরীতে চা চক্র শেষে কুমুদিনী হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন।
পরে তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। বেলা সাড়ে ১২টার দিকে উপদেষ্টা টাঙ্গাইলের উদ্দেশে কুমুদিনী ক্যাম্পাস ত্যাগ করেন।