
স্টাফ রিপোর্টার ॥
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নারান্দিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড্যাব নেতা অধ্যাপক ডক্টর শাহ আলম তালুকদার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ মিয়া।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার আদর্শ ও অবদানকে স্মরণ করে প্রতি বছরই এ ধরনের কর্মসূচি পালন করা হয়। এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি ফিরোজ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাউদ্দিন আযাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।