স্টাফ রিপোর্টার ।। আমিষেই শক্তি, আমিষেই মুক্তি- দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এমন নানা স্লোগানে টাঙ্গাইলে রবিবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাণীসম্পদ কর্মকর্তা ছাড়াও প্রান্তিক পর্যায়ের খামারিরা উপস্থিত ছিলেন।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শহীদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্ত শুভাশীষ কর্মকার, ভূয়াপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ, ডেইরী খামার এসোসিয়োশন এর সভাপতি আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং খামারিরা। সভায় দুধের গুণাগুণ ও উৎপাদন খরচ বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছড়া শিশু একাডেমিতে চিত্রাঅস্কন প্রতিযোগিতা ও দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুদ খাওয়ানো হয়।