
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হবে না। তাঁর বাবার কবর বাংলাদেশের মাটিতে হয়েছে। কিন্ত শেখ হাসিনার কবর কোথায় হবে আমি জানিনা।
রবিবার (১ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সহস্রাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে পুরাতন বাসস্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, শফিকুর রহমান বাবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
সাবেক এমপি কালাম বলেন, শেখ মুজিব বলতেন এই দেশ আমার দেশ আর শেখ হাসিনা বলতো এই দেশ আমার বাবার দেশে। বাবার দেশ মনে করে যা খুশি তাই করতেন। আমরা মনে করি এই দেশ জনগণের দেশ, সাধারণ মানুষের দেশ। জনগণের দেশে যা ইচ্ছে তাই করলে চলবে না। আমরা বিএনপির রাজনীতি করে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য। তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের পাশে থেকে ভালো ভালো কাজ করাই বিএনপি’র অঙ্গীকার। এদিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকেলে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।