স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ সামগ্রী, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, শিশু পার্ক উদ্বোধন, হাইজিন কর্নার উদ্বোধনসহ উপজেলা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সোমবার (২ জুন) দিনব্যাপী ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চর গাবসারা মাদ্রাসা চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ভূঞাপুর পাইলট স্কুলের পাশে জামান শিশু পার্ক উদ্বোধন, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাইজিন কর্নার উদ্বোধন ও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এরপর ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বিশেষ অনুদানের চেক বিতরণ, এতিম ও দুস্থ শিশুদের মধ্যে পোষাক বিতরণ, অসহায় ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শিয়ালকোল খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।