
ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও কল্যাণ ট্রাস্টের ৬ লাখ টাকার চেক বিতরণ করাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শিক্ষক সমিতি ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মনিরুজ্জামান তরফদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, আলমগীর হোসেন প্রমুখসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।