
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তথ্য আপা প্রকল্পের নারী কর্মকর্তা, কর্মচারীদের উপর অমানবিক ও ন্যাক্কারজনক পুলিশিং হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব প্রাঙ্গণে তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) কর্মরত টাঙ্গাইল জেলার নারী কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামিমা আক্তার শাম্মী বলেন, আমরা মূলত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। বিগত ২০১১ সাল থেকে এই প্রকল্পটা চালু হয়। তথ্যসেবা টাঙ্গাইল থেকে শুরু করে সারাদেশে ৪৯২টা উপজেলায় অফিস আছে। আমরা গ্রামগঞ্জের প্রান্তিক পর্যায় থেকে নারীদের সেবা দিয়ে থাকি। দুই হাজারের বেশী নারী-পুরুষ চাকরীর মাধ্যমে সেবা দিয়ে থাকি।
বিগত ২০১৮ সালে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নিয়োগ পত্রে উল্লেখ ছিলো ৫ বছর চাকরী করার পর রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। যদি রাজস্ব খাতে স্থানান্তর করতে দেরী হয় তাহলে শূন্য পদে আইসি করানো হবে। আমাদের কর্মীদের এই জুনেই চাকরী শেষ হয়ে যাচ্ছে। আমরা সহকর্মীদের সাথে একত্ববোধ হয়ে আমরা মানববন্ধনে একত্র হয়েছি। নারী ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি, তারপরও নারীদের প্রতি বৈষম্য। তাই চাকরী অধিকার ফিরিয়ে আনতে আমরা একত্র হয়েছি এবং মানববন্ধন করছি।
এ সময় সদর উপজেলার অনুরাধা ঘোষ ও বিনা আক্তার, কালিহাতীর লুৎফনেচ্ছা নাহার খান, বাসাইল উপজেলার আফরোজা আক্তার ও ধনবাড়ীর রিনা খাতুনসহ প্রায় ৪০ জন নারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।