
স্টাফ রিপোর্টার ॥
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সমন্বয় কমিটি ও স্থানীয় নেতারা। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরী গ্রামে শহীদ একরামুল হক সাজিদ ও কদমতলী গ্রামের শহীদ বিপ্লব হোসেনের কবর জিয়ারত ও দোয়া কামনা করেন তারা। পরে কমিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদের বড় ভাই সাইদুল ইসলাম অপনসহ অন্যান্য নেতারা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র সদস্য হুমায়ূন কবীর মানিক বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তারা আমাদের একটি স্বৈরাচারমুক্ত রাষ্ট্র দিয়েছেন। আমরা আজীবন তাদের স্মরণ করব।’
ধনবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদ’র বড় ভাই সাইদুল ইসলাম অপন তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা হাজারো মানুষকে শহীদ করেছে। যারা বিগত ১৫ বছর ধরে গুম, খুন, নির্যাতন করেছে এবং রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে হত্যা করেছে তাদের বিচার চাই। এনসিপি সদস্যরা সব সময় শহীদ পরিবারের পাশে থাকবেন বলেও জানান তিনি।
এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র সদস্য হুমায়ূন কবীর মানিক, ধনবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক সাজিদ’র বড় ভাই সাইদুল ইসলাম অপন, যুগ্ম সমন্বয়কারীর মাহমুদুর রহমান লাভলু, রমজান আলী, সেকান্দর আলী ও জাহাঙ্গীর আলম, সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ার কবির লাবন, লুৎফর কবির মহব্বত, এবিএস আতিকুল ইসলাম সরল, আসাদুজ্জামান লিটন, হালিমা খাতুন, আলতাব হোসেন, জহুরুল ইসলাম লাল মিয়া, মোনজরুল ইসলাম, রুবেল মিয়া, আল আমিন বিদ্যুত, মাসুদ রানা, তুহিনুর রহমান, ইব্রাহিম খলিল খান (দুদু), শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক, আকবর আলী ও ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী দিনারসহ স্থানীয় ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সাথে নবগঠিত ধনবাড়ী উপজেলা কমিটি’র পরিচয় পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বছর জুলাই আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অন্যদের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দু’জন শহীদ হন।