
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এ সময় বক্তব্য দেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ও বিআরডিবি’র চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমাত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উলফাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাহেদ হাসান সীমান্ত, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিমুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়াসিম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জান্নাত বিথী, তথ্য কর্মকর্তা ইসরাত জাহান বিথী, আনসার ভিডিপি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও উপজেলায় কর্মরত উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা হতে কৃষক তার নিজস্ব বাগানে উৎপাদিত দেশীয় ফল নিয়ে এসে মেলায় অংশগ্রহণ করেন।