স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইল সদর থানার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাতুলী ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন মালা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর থানা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমা পারভীন, নাগরপুর মহিলা দলের সভাপতি লায়লা আঞ্জুমান, মহিলাদল নেত্রী রহিমা বেগম, সোনিয়া হামজা শাহনাজ পারভিন, প্রমুখ। অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপি নেতৃবৃন্দরা।