
স্টাফ রিপোর্টার ॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কীটনাশকের ব্যবহার কোনমতেই রাখা যাবে না। কীটনাশক বন্ধ করতেই হবে। আমাকে যদি রাস্তায় নামতে হয়, আমি রাস্তায় নামবো। কীট এভাবে বানাম করে লিখছি মনে হচ্ছে অনেক ভালো জিনিস। এটা আসলে বিষ। বিষকে কি করে আমার খাদ্য উৎপাদনে ব্যবহার করি। বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল কিন্তু ঘাস খেতে পারছে না। সেখানে আগাছা নাশক ছিটিয়ে দিয়ে ওটাকেও বিষাক্ত করে দেওয়া হচ্ছে। এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতেই হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, অনেক সমৃদ্ধ দেশ। আমরা চাইলেই এ দেশেকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। যদি আমরা এসব জিনিস বন্ধ করে দেই।
শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে অবস্থিত বুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের হল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে নিরাপদ খাদ্য সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গালের পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, বুরো বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহমেদ, উবিনীগের পরিচালক সীমা দাস সিমু প্রমুখ।