
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।
মির্জাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুভাশিষ কর্মকার, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম।
লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, গোড়াই ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামানসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণে অংশ নেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরফিুল ইসলাম ছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও থানার পরিদর্শক তদন্ত সালাহউদ্দিন তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ দেন।