
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের হতেয়া পূর্বপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে নিহতের শশুর বাড়িতে এ ঘটে। নিহত সুর্বণার (২০) স্বামী প্রবাসে থাকেন। শশুরও বেঁচে না থাকায় শাশুড়ীর সাথে তিনি থাকতেন।
জানা যায়, নিহতের স্বামী জহিরুল ইসলামের থাকার ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত সুবর্ণা আক্তার মির্জাপুর কুমুরাজানি এলাকার আওলাদ হোসেনের মেয়ে। লাশের সুরতহাল করেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।