
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধ দফায় দফায় শালিসী বৈঠকে নিষ্পত্তি না হওয়ায় পুলিশ সুপার বরাবর আ: কুদ্দুস মিয়া ও আলমগীরের নামে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছবুর মিয়া। এ ব্যাপারে ভুক্তভোগী মঙ্গলবার (১ জুলাই) টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে ছবুর মিয়া একই গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির সামনে ৩ বছর পূর্বে ৩৬ শতাংশ জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলেন। যার সাব কওলা দলিল নং ১০৪০/২২, এসএ দাগ নং ১৮, ৭৭৭, বি.এস দাগ নং ৬৪৯, ৬৫০। জমি ক্রয় করার পর থেকেই বিবাদীগণ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
সম্প্রতি বিবাদীগণ জমির সীমানার খুটি তুলে ফেলে উল্টো বাদীর সীমানায় জমি আছে বলে দাবি করেন। এ ঘটনায় দফায় দফায় স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান শালিসী বৈঠকের মাধ্যমে জমি পরিমাপ করে সীমানা বুঝিয়ে দেন। পরবর্তীতে বাদী তার জমিতে ৪০ হাত লম্বা একটি ঘর নির্মাণ করেন। কিন্তু আ: কুদ্দুস মিয়া তার বাহামভুক্ত ভাড়াটিয়া লোকজন দিয়ে বাদীর ঘর পাকা করতে বাঁধা প্রদান করেন। এছাড়াও বাদী তার সীমানায় গাছ রোপন করলে কুদ্দুস গংরা সেগুলো কেটে ফেলে।
এ বিষয়ে আটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল বারেক বলেন, বিবাদীরা আমাদের কোন কথায় শুনে না। এই জমি নিয়ে কয়েকবার শালিসী বৈঠক হলেও বিবাদী পক্ষ বিচারকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তারা আরও বলেন, যেহেতু বিবাদীপক্ষ আমাদের বিচার মানেন না, তাই আমরা বাদী পক্ষকে আইনের আশ্রয় নিতে বলেছি।