কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে জলজ আগাছা (পানা) আটকে একটি সেতু হুমকির মুখে পড়ায় নদী থেকে জলজ আগাছা অপসারণ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং সেতুর সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে ঝিনাইগাতী নদীর উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আগচারান সেতু এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের উদ্যোগে এই জলজ আগাছা অপসারণ করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, এই জলজ আগাছা জমাট বাঁধার কারনে ঝিনাইগাতী নদীর উপজেলার আগচারান সেতু হুমকির মুখে পড়েছিল। তাই নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং সেতুর সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও জানান, জলজ আগাছা অপসারণের ফলে নদীর গতিপথ স্বাভাবিক হবে এবং সেতুর উপর চাপ কমবে।