
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে সরকারী কলেজে মডেল মসজিদ নির্মাণের দাবীতে গণজমায়েত ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) জুম্মার নামাজের পর বাজার ব্যবসায়ীরা ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও মানবন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরপুর বাজারের জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম রফিক, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, ব্যবসায়ী আব্দুর রৌফ, মনসুর মিয়া, লৎফর রহমানসহ শতশত ধর্মপ্রাণ মুসুল্লিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরপুরের প্রাণ কেন্দ্র হলো সরকারী কলেজ। এখানে মডেল মসজিদ হলে দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসবে এক ওয়াক্ত নামাজের জন্য। কিন্তু কিছু কতিপয় মানুষের জন্য এতো দিনেও মডেল মসজিদ নির্মাণ করতে পারা যায় নাই।