
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে। হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না।
তিনি শুক্রবার (৪ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে বাংলাদেশর অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া।
আহমেদ আযম খান আরও বলেন, তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলবো আসুন, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি আপনাদের জন সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া যাবে না। সনাতন ধর্মীয় লোকজনের যে কোন প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাসসহ অন্যরা। আরও উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা।