
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলেন তরুণ ডাক্তার আদীব ইবনে জাহিদ।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টা থেকে বাদ মাগরিব পর্যন্ত আদি টাঙ্গাইল নুর মসজিদ সংলগ্ন নুর সমাজ কর্তৃক পরিচালিত মাসজিদে নুর পাঠাগারে প্রায় ৬২ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ঢাকা ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজির (কিডনী) জেনারেল সার্জারী এমএস (কোর্স) ইউরোলজি রেসিডেন্ট ডাক্তার আদীব ইবনে জাহিদ আদি টাঙ্গাইল ১২নং ওয়ার্ডের রোগী ছাড়াও প্রচুর লোক জমায়েত হয়েছিলো।
এ সময় নুর সমাজের সাধারণ সম্পাদক রহমতউল্লাহ বাবলু, মাসজিদে নুর পাঠাগারের সভাপতি খন্দকার মোকাররম হোসেন এনএসআই, নুর মসজিদের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নুর সমাজের সমাজসেবক জোবায়ের হোসেন, নজরুল ইসলাম ভূইঁয়া, ওয়াহিদ পারভেজ নিয়ন, শহিদুল ইসলাম ভূইঁয়া, কৃষি কর্মকর্তা খালেকুজ্জামান, নাসির আহমেদ, শহিদুল ইসলাম মিঠু, নুরুল আমিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।