
সোহেল রানা, কালিহাতী ॥
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী উপজেলার পাইকড়া, বল্লা ও পারখী ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
কালিহাতী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২ হাজার ৬০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ এই জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।