
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহিরুল ইসলাম রাসেল (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকাল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল নোয়াখালীর সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ধনবাড়ি হয়ে বাড়ি ফেরার সময় ঘাটাইলের দেউলাবাড়ি এলাকায় পৌঁছলে লিংক রোড থেকে আসা একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় চালক রাসেল রাস্তায় পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।