
ঘাটাইল প্রতিনিধি ॥
বৃষ্টি উপেক্ষা করে চলছে গণসংযোগ। পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার বার্তা। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল সদর ইউনিয়নের রামপুর স্কুল, করিমপুর প্রাইমারি স্কুল ও শাহপুর টিজংশন মোড়ে পথসভা করে স্থানীয় বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির।
এ সময় ওবায়দুল হক নাসির বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগের ১৭ বছরের অন্যায় অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। জেল-জুলুমে তাদের রুখতে পারেনি। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই আন্দোলন বিএনপি দীর্ঘদিন ধরে করছে।
তিনি আরও বলেন, আমরা চাই জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করুক এবং তারাই দেশ পরিচালনা করুক। তবেই দেশের স্বাভাবিকতা আসবে। তাই দেশ ও জাতির প্রয়োজনে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমাদের নেতা তারেক রহমান দেশ গঠনের ৩১ দফায় বিস্তারিত তুলে ধরেছেন।
এ সময় ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম রতন, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, আব্দুস সাত্তার, শাহীনুর রহমান শাহীন, রানা কাজী, সুফি সিদ্দিকী, মাহবুব হোসেন সৌরভ, নাসির উদ্দিন রনি, জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।