
স্টাফ রিপোর্টার ॥
সামাজিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুরে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সাইফুল ইসলাম উপজেলার ৫নং হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। রবিবার (৬ জুলাই) সখীপুর উপজেলা ছাত্রদলের প্যাডে উপজেলা ছাত্রদলের আহবায়ক এম এ একাব্বর হোসেন ও সদস্য সচিব ইমরান খানের যৌথ স্বাক্ষরে এ অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনাকে মৌখিকভাবে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনি সামাজিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যাচ্ছেন। এমতাবস্থায় সুস্পষ্ট প্রমাণাদি সাপেক্ষে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫ নং হাতীবান্ধা ইউনিয়ন শাখার সভাপতি পদ হইতে অব্যাহতি প্রদান করা হইল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখীপুর উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ছাত্রদলের ওই চিঠিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার পেয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়কের চিঠিসহ একটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে দেখা গেছে অনেক মন্তব্যের ভিড়। অব্যাহতি পাওয়া ওই সভাপতি সাইফুল ইসলামও দল এবং নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে ওই স্ট্যাটাসে ইতিবাচক মন্তব্য করেছেন।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার জানামতে আমি সামাজিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোন কাজ করি নাই।
সখীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান জানান, দলীয় ও সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী কোন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার সুযোগ নেই।
এ বিষয়ে সখীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এম এ একাব্বর হোসেন বলেন, বিভিন্ন সময়ে এই ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে একাধিক সামাজিক এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেয়েছি। তাকে বারবার সতর্কও করা হয়েছে। তা উপেক্ষা করেও তিনি শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছেন। কোন সামাজিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারে না। উপজেলা ছাত্রদল হবে সামাজিক ,নম্র-ভদ্র, সাংগঠনিক ও মেধাবী সংগঠন। কোন অসমাজিক ছাত্র দিয়ে ছাত্রদল হবে না। সখীপুরে আমরা ইতিবাচক ছাত্রদল দেখতে চাই।