
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে (অবঃ) সেনা সদস্য আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়নের মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত অভিযোগ করে বলেন, আনিসুর রহমান (অবঃ) সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানী গ্রামের বাসিন্দা। সে বর্তমানে রিটার্ড প্রাপ্ত। পরিবার নিয়ে সে এলেঙ্গায় বসবাস করছে। আনিসুরের নামে একটি হয়রানীমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে আমরা এলাকাবাসী সংবাদ সম্মেলন করছি। সে প্লাসটিক ভাঙ্গারির ব্যবসার সাথে জরিত। কিছুদিন আগে এক ব্যাপারী মালামাল দেওয়া নেওয়া করতো। মালামাল দেওয়া নেওয়ার প্রেক্ষিতে পটল বাজারের সোহেল ব্যাপারীকে পুলিশে নিয়ে যায়। পরে সোহেল কালিহাতী থানায় আনিসুর রহমানের নাম উল্লেখ করেছে। আনিসুর এ ব্যাপারে কিছুই জানেন না। সোহেল বলেছে আমি আনিছুরকে মালামাল দিয়েছি। পরে মগড়ার আরেকজনের নাম উল্লেখ করেছে সোহেল। তাকে গ্রেফতার করে।
কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা আমাদের কাছে বলেন, আনিছুর রহমানকেউ গ্রেফতার করা হবে। এই অভিযোগের সাথে কোনভাবেই জরিত না আনিছুর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সম্পুর্নভাবে নির্দোষ।
তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা এলাকাবাসী হিসেবে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এমন অভিযোগের ক্ষেত্রে এলাকায় সঠিক ও সত্য তথ্য বা তদন্ত সাপেক্ষে আসামীকে গ্রেপ্তার করবেন। প্রকৃতপক্ষে যে দোষী এবং অপরাধী তার বিচার আমরা অবশ্যই চাই এবং চাইবো। তিনি আরো বলেন, এলাকাবাসীর দাবী উক্ত অভিযোগ থেকে আনিসুর রহমানের পক্ষে নির্দোষ হিসেবে প্রতিবেদন দিয়ে তাকে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ থেকে মুক্ত করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমানিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।