
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইল পৌর এলাকার বেবীস্ট্যান্ড হতে শুরু হয়ে বটতলা পর্যন্ত ১৫৪০ মিটার দৈর্ঘ্য ও বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে স্টেডিয়াম ব্রীজ পর্যন্ত ৫৪০ মিটার দৈর্ঘ্য দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো.শিহাব রায়হান, পৌরসভার সিইও আনিসুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, সংস্কার কাজের ঠিকাদার নুরুল ইসলাম প্রমুখ।
পৌরসভার অন্তর্গত অন্যান্য মেরামতযোগ্য রাস্তাগুলোও দ্রুত সংস্কার করা হবে বলে জানান জেলা প্রশাসক শরীফা হক।