
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে ২০১৩ সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহত বিএনপি’র নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও দ্যাইনা ইউনিয়নের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দাইনা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে নির্মিত টাঙ্গাইল মিনি স্টেডিয়ামটি রফিকুল ইসলাম ফারকের নামে নামকরণের দাবি জানানো হয়।এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহতের ভাই ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলে হাসিনা বিরোধী আন্দোলনে দাইন্য ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেন। এতে হাসিনা সরকার ক্ষমতা থাকার কারণে ফারুক হত্যার আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখালে হত্যার রহস্য উদঘাটন হবে। এছাড়াও নিহত ফারুকের নামে সদর উপজেলায় বাসাখানপুর মিনি স্টেডিয়াম নামকরণের দাবি করেন বক্তারা।