
মধুপুর প্রতিনিধি ।। টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার (৭ জুলাই) দুপুরে আউশনারা মাহবুব আনাম স্বপন ফকিরের খামার বাড়িতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স প্রমুখ।
মত বিনিময় সভায় মাহবুব আনাম স্বপন ফকির বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তিনি মধুপুরে গ্যাসের লাইন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, কৃষি বিষয়ক কর্মকান্ডসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা হবে বলে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান।
তিনি বলেন, তারেক রামান তার ভার্চুয়ালী সভায় মধুপুরের জিআই পণ্য আনারসের কথা বলেছেন।মধুপুরের আনারস দেশের বাইরে রপ্তানি করতে পারলে কৃষকরা ন্যায্য দাম পাবে। গ্যাসের লাইন নির্মিত হলে বৃহৎ শিল্প কারখানা হলে আনারসের মিল কারখানা স্থাপিত হবে জুস জেলিসহ বিভিন্ন পন্য বিদেশি পাঠানো যাবে।
তিনি বলেন, টাঙ্গাইলের মধুপুর অঞ্চলটি গাজীপুর ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর সম্ভাবনা আছে। শিল্প কারখানা হলে প্রচুর মানুষের কর্মের সুযোগ সৃষ্টি হবে।বেকারত্ব কমে যাবে। এ অঞ্চলে প্রচুর জমি রয়েছে যা শিল্প কারখানা স্থাপনের সুযোগ রয়েছে। গ্যাস লাইন হলে সে সম্ভাবনা কে কাজে লাগানো যাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে তার দল বিএনপি ক্ষমতায় গেলে সে যদি এমপি হলে পারেন, এসব বিষয়ে তিনি জনগণের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গাইল-১ আসনের মধুপুর ধনবাড়ি উপজেলার বিদ্যুৎ সড়ক শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলেও তিনি জানান।
এর আগে সকালে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নে ছলিমের বাজার থেকে দিঘলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের ছলিংয়ের জন্য রাস্তা উদ্ভোধন করেন মধুপুর-ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।