
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকল চালানোর অপরাধে সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দুল্যা মনসুর গ্রামের তারেক আহমেদ শুভকে ১ হাজার টাকা, বুধিরপাড়া গ্রামের সুজন মিয়াকে ৫শ টাকা, মির্জাপুর গ্রামের সুজন সরকারকে ২ হাজার টাকা, মির্জাপুর বাজারের আপনকে ৫শ টাকা, হিলড়া গ্রামের শাকিলকে ২ হাজার টাকা, রানাশাল গ্রামের রাহাত শিকদারকে ৫শ টাকা এবং ধামরাইয়ের সাইদপাড়ার আব্দুর রহিমকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশপাশের রাস্তায় যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চলাচল করায় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ বিনষ্ট করছিলেন। খবর পেয়ে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬,৭২, ৯২ ধারায় সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।