স্টাফ রিপোর্টার ॥
ছেলে যাবে বাবার সাথে দেখা করতে ও মা যাবে গার্মেন্টে চাকুরী করতে স্বামীর কাছে। বাবার সাথে দেখা হওয়ার আগেও নিভে গেল ছোট্ট ছেলে শ্রাবণের জীবন প্রদীপ। বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ তিন সিএনজি যাত্রীর। এমন হৃদয় বিদারক ঘটনাটি সোমবার (৭ জুলাই) দুপুর ২ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে।
নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বারইপটল গ্রামের মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও তার ছেলে শ্রাবণ ( ১৫) ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সুয্যর স্ত্রী নিহত ফুল কুমারী (৩৫)। আহত সিএনজি চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনিপক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, যাত্রীবাহি একটি সিএনজি জামালপুরের দিগপাইত থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলো। টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় বিপরিত দিক থেকে ছেড়ে আসা জামালপুরগামী মাহী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় সিএনজি’র চালকসহ আরো এক বৃদ্ধা নারী গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের উদ্ধার করে থানায় ও আহতদেরকে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
নিহত কাজল রেখার বয়োবৃদ্ধ বাবা মজিবর রহমান জোয়ার্দারের কান্না জড়িত কণ্ঠে জানান, আমার মেয়ে সকালে ছোট ছেলে শ্রাবণকে নিয়ে তার বাবার সাথে দেখা করাবে ও কাজল চাকরিতে যোগ দেয়ার জন্য যাচ্ছিলো। সড়ক দুর্ঘটনায় মরে গেল গো, আমার আর কোন ছেলে মেয়ে নাই। আমাকে ওই মেয়েই দেখতো গো। এখন আর দেখার কেউ থাকলো না।