
স্টাফ রিপোর্টার ॥
দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার (৯জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন, অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, হাওয়া বেগম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।