
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশোক পারভেজ ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কৃষি মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশোক পারভেজ। উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মধুপুর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি বিভিন্ন গাছ ফল ফসলের স্টল সাজানো হয়েছে। পুরো উপজেলা ক্যাম্পাস যেন সবুজের সেজেছে নব আবহে। চারা-লতা-পাতা বিভিন্ন সবুজ ফল ফসলে মুগ্ধ দর্শনার্থীরা। গাছের চারা স্টলগুলোতে দেখা গেছে প্রায় প্রতিটিতেই শতাধিক প্রজাতির চারা দিয়ে সাজিয়েছে। অপরদিকে নার্সারি উন্নয়ন সংস্থা প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছয় শতাধিক বিভিন্ন জাতের চারা বিনামূল্যে বিতরণ করে। এ সময় নার্সারি সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।