
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করে যেভাবে তাকে উৎখাত করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যত ষড়যন্ত্রই হোক তা মোকাবেলা করা হবে।
শনিবার (১২ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়নে এবং “জাতীয় ফতোয়া বিভাগ” এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী মাহফিলে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ববিখ্যাত ফুরফুরা শরীফ (ভারত) এর অন্যতম খলিফা শায়েখ ওমর ফারুক সিদ্দিকী আল নোমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক করেন টাঙ্গাইলের গোপালপুর ২০১ গম্বুজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আলী আহসান, মির্জাপুর পৌর বিএনপির হযরত আলী মিঞা, জাতীয় ফতোয়া বিভাগ মির্জাপুরের প্রধান মুফতি হাফেজ মাওলানা রমিজুল করিম আল নাছিরী প্রমুখ।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তাঁর বক্তব্যে বলেন, বিগত সরকারের সময়ে হত্যা, গুম ও অন্যায়কে যেসকল আমলারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তারাই আজ রাজস্বাক্ষী হচ্ছেন। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
গোপালপুর ২০১ গম্বুজ মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা আপনাদের সন্তানকে ইংরেজি মিডিয়ামে পড়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট যাই বানান তাতে কোন আপত্তি নেই। পাশাপাশি তাদের অর্থসহ কোরআন শিক্ষা দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার (এডমিন) আশরাফ উদ্দিন।