
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলাসহ দেশের অন্যান্য ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। বৃহস্পতিবার (১১ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব আজিজুল হকের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি আইন, ২০১৮ –এর ৪৫ ধারার আওতায় অবসর দেওয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন ঢাকার আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বিকাশ কুমার সাহা, রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গাইবান্ধা, ভোলা, খুলনা, সিলেট, পটুয়াখালী, দিনাজপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্বে থাকা জেলা ও দায়রা জজরা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ১৮ জন বিচারক বিধি অনুযায়ী অবসর-সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।