
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শ্রমিকের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাথরাইল ইউনিয়নের চন্ডি পাড়া পানি ট্যাংকি মোড় ভুক্তভোগী শ্রমিকবৃন্দ ও শ্রমিক অফিসের আয়োজনে শ্রমিকের পাওনা টাকা না বুঝিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বাড়ির মালিকের বিরুদ্ধে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভুগী রাজমিস্ত্রি শ্রমীক পলাশ মিয়া ও মো. তুষারসহ ভুক্তভুগী শ্রমিকবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য: গত ০৭ জুলাই রাজমিস্ত্রি শ্রমিক পলাশ মিয়া ও তুষার মিয়া বাড়ির মালিকের বাড়িতে হাজিরা মজুরীর টাকা চাইতে গেলে বাড়ির মালিক রাজমিস্ত্রি পলাশ মিয়া ও তুষার মিয়া উপর হামলা করে। আমরা দ্রুতই হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।