
স্টাফ রিপোর্টার ॥
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে দু’চোখ অন্ধ হওয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল ইসলাম ছয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার স্বেচ্ছাধীন তহবীল থেকে অনুদান পেয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম তার কার্যালয় থেকে ৩ লাখ ৩৫ হাজার টাকার ৭টি চেক হিমেলের হাতে তুলে দেন।
এ সময় হিমেলের মা নাছিমা বেগম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকীসহ ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রণালয়, মৎস ও প্রাণিস্পদ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের প্রত্যেকের স্বেচ্ছাধীন তহবীল থেকে ৫০ হাজার টাকা করে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পক্ষ থেকে ৩৫ হাজার টাকাসহ ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি কর্মসূচি চলছিল। এ সময় গুলিতে হিমেলের দু’চোখ অন্ধ হয়ে যায়।