
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দ্বিতীয়তলার বাসার নিচতলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন পাথাইলকান্দী গ্রামের মিঠু শেখের স্ত্রী তানিয়া আক্তার (৩২)।
এই দম্পতির মাহি নামে ১৩ বছরের একটি ছেলে আছে। নিহতের স্বামী পাথাইলকান্দী বাজারে ডিজেলের দোকান করেন।
জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে স্বামী দোকানে চলে যান। পরে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। তখন ঘরের ভিতরে ফ্যানের সঙ্গে তানিয়াকে ঝুলতে দেখে ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন ওই বাড়িতে আসেন। এ সময় তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয়রা জানান, নিহত ওই গৃহবধু মানসিক রোগী ছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার নাজির হোসেন জানান, তিনি বেশ কিছুদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে । তবে এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি এখনও।