
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছজোয়াইড় গ্রামে পুকুরে ডুবে সৌরভ (১১) নামে কওমী মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সৌরভের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সৌরভ ঘাটাইল উপজেলার মাকরাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সে রোববার (১৩ জুলাই) তার বোনের শশুর বাড়িতে বেড়াতে এসে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছজোয়াইড় গ্রামে অবস্থান করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সৌরভ পুকুরে কলা গাছের ভেলা ভাসিয়ে খেলছিল। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায় এবং আর উঠে আসেনি। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। তবে শুনেছি।