
মধুপুর প্রতিনিধি ॥
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । তারেক রহমান নির্দেশিত দফাগুলো বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টর উন্নয়নে কাজ করবে। এজন্য দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ তরে দলকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৪ জুলাই) টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুড়াগাছা ইউনিয়ন বিএনপি আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয় রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় হল রুমে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম ওবায়দুল্লাহ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাঁই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি খন্দকার আনোয়ারা বেগম, লিলি সরকার প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও কুড়াগাছা ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, তৃণমূলে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে রমজানে ইফতার কর্মসূচি, কর্মীসভা, বর্ধিত সভা করে যাচ্ছে। সে লক্ষ্যে দলের ইমেজ বৃদ্ধির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।