
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জোহরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জোহরা বেগম উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলাইমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরা বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঘাটাইলগামী অজ্ঞাত একটি ব্যাটারি চালিত অটো বা সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে জামালপুরগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা চিৎকার করলে গাড়িচালক দ্রুত গাড়ি থামান এবং এলাকাবাসীর সহায়তায় আহত জোহরাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান জানায়, দুর্ঘটনার পর নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে এবং প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।