
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জুলাই ছাত্র আন্দোলনে আহত মোসলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ‘কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আল মামুন, কালিহাতী এসসিপির সদস্য আল আমিন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হুসাইন।